স্মার্ট রাজবাড়ী বিনির্মাণে কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জের আওতায় স্মার্ট রাজবাড়ী বিনির্মাণে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মোট ৫ টি গ্রুপে (পদ্মা, গড়াই, হড়াই, চন্দনা ও কুমার) ভাগ হয়ে স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জ এর জন্যে উদ্ভাবনী বিভিন্ন আইডিয়া চর্চা করেন প্রশিক্ষণার্থীরা। এরপর আইডিয়াগুলোর প্রেজেন্টেশন করা হয়। এসময় প্রশ্ন উত্তরের মাধ্যমে স্মার্ট রাজবাড়ী গঠনে সমস্যা, সমাধানের উপায়, সংশ্লিষ্ট দপ্তর ও বাজেট বিষয়ে আলোচনা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, বেসরকারি দপ্তর, এনজিও, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
এ কর্মশালা থেকে গৃহীত আইডিয়াসহ বিভিন্ন স্থান থেকে আগত আইডিয়া নিয়ে রাজবাড়ী জেলার ভিশন ২০৪১ তৈরি করা হবে। এ ভিশন ২০৪১ স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। দেশের সকল জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ – এ লক্ষ্যেই স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জ এর যাত্রা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়