রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে পরে মাদ্রাসা শিক্ষক স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
- Update Time : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পরে মাহাদী হাসান (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার স্ত্রী হাবিবা খাতুন (২০)। মাহাদী হাসান যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের মাওলানা নজরুল ইসলাম হেলালীর ছেলে ও ঢাকা ইয়ারপোর্ট এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী ছুটিতে গ্রামের বাড়ী ফিরছিল। নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পরে যায়। এতে স্বামী-স্ত্রী মারাত্বক আহত হয়। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাদী হাসানকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে মাহাদী হাসান ফরিদপুর হাসপাতালে মারা গেছেন এবং তার স্ত্রী আহত অবস্থায় ভর্তি রয়েছেন। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়