রাজবাড়ী বাজার ও নতুন বাজারের ৩ দোকানীর জরিমানা
- Update Time : ০৭:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বড় বাজার ও জেলা শহরের নতুন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেছে। বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানিয়েছেন, মেসার্স রাজাপুর স্টোর (টিনপট্টি, বড় বাজার, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: দুই হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ)।
আকরাম স্টোর (নতুন বাজার, মুরগী ফার্ম, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: তিন হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ) এবং
রিমন জেনারেল স্টোর (নতুন বাজার, মুরগী ফার্ম, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: পাঁচ হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধ)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়