রাজবাড়ী সদর সার্কেলে যোগদান করলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান
- Update Time : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ২৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর সার্কেল হিসেবে যোগদান করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান। তিনি গত বছরের ৩ ডিসেম্বর রাজবাড়ী সদর সার্কেলে যোগদান করলেও ৫০ দিনের টানা প্রশিক্ষণ শেষে গত ২৩ জানুয়ারী থেকে রাজবাড়ীতে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন।
৩৪ তম বিসিএস ক্যাডার মোঃ ইফতেখারুজ্জামানের বাড়ী খুলনা জেলার খানজাহান আলী উপজেলায়। এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক তিনি। সহকারী পুলিশ সুপার গিসেবে র্যাব-৮ কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলে তার প্রথম কর্মজীবন শুরু করেন। বিগত বছরের ১৬ ডিসেম্বর তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পান। এর পর একই বছরের ৩ ডিসেম্বর তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাজবাড়ী সদর সার্কেলে বদলী করা হয়।
রাজবাড়ীতে যোগদানের পর মোঃ ইফতেখারুজ্জামান অনলাইন নিউজ পোর্টাল ‘রাজবাড়ী বার্তা ডট কম’কে বলেন, তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করবেন। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়