শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান
- Update Time : ০৭:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ।
পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যালয়টির বাউন্ডারি দেয়াল, ড্রেনেজ ব্যবস্থা ও গেট না থাকা এবং শ্রেণী কক্ষের সংখ্যা কম থাকার বিষয়টি পর্যবেক্ষণ করেন। একই সাথে গেট নির্মাণ করা এবং দ্বিতল ভবন যেন দ্রুত সময়ে নির্মাণ করা সম্ভব হয় সে বিষয়ে কর্মতৎপর হবেন বলেও ঘোষনা দেন। একই সাথে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নানা ধরণের উপদেশও প্রদান করেন।
সে সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সংবাদিক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক রেজাউল হক, সহ-সভাপতি গোলাম মওলা টোকন, সদস্য লুৎফর নাহার লতা, সাজেদা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ বিদ্যালয়ের পরিদর্শন খানায় নিজ মন্তব্য তুলে ধরেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়