রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে রাজপথে আ:লীগ, ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত
- Update Time : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ২৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে শান্তি সমাবেশ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন ও শান্তি সমাবেশ করা হয়েছে। পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা যুবমহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিএনপি আবার দেশটা অস্থিতিশীল করতে পায়তারা করছে। তারা ধ্বংসের আন্দোলন শুরু করেছে। আমাদের নেতাকর্মীদের কর্মসুচীতে আসতে বাধা প্রদান করেছে। মারপিট করেছে, মোটর সাইকেল ভাংচুর করেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান তিনি।
অপর দিকে, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু দাবী করেছেন, ছাত্রলীগ ও যুব লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দিতে আসার সময় সাবেক বিএনপির সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়ির সামনে আসলে তারা হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়