মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, কারেন্টজাল উদ্ধার

- Update Time : ১০:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধ রাখুন”-এ শ্লোগানকে সামনে রেখে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর রাজবাড়ী জেলার দীর্ঘ ৮৫ কিলো মিটার এলাকায় ২২ দিনের নিষেধাজ্ঞা প্রদান করেছে জেলা মৎস্য অধিদপ্তর। যা শনিবার ৪ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হয়ে আগামী ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে। তবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্তও কোন খাদ্য সহায়তা পায়নি রাজবাড়ীর প্রায় সাড়ে ৫ হাজার জেলে পরিবার। যে কারণে জেলেদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, রাজবাড়ী সদর. পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলা এলাকায় রয়েছে পদ্মা নদীর দীর্ঘ তীর। এ চার উপজেলার ৫হাজার ৪শত ৯৭ জন তালিকাভুক্ত জেলের জন্য ১৩৭.৪৩ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলে পরিবার প্রতি ২৫ কেজি করে চাল প্রদান করা হবে। তবে ইতোমধ্যেই মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হক জানান, শনিবার পদ্মা নদীতে একটি মোবাইল কোর্ট, ৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ কেজি ইলিশ জব্দ করার পাশাপাশি ১ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় মাইকিং, পোষ্টারিং, ব্যানার ও লিফলেট বিতরণসহ তারা নানা রকম প্রচার প্রচারনা চালিয়েছেন। আশা করছেন মা ইলিশ রক্ষায় তারা তাদের এ সকল উদ্যোগ সহায়ক হবে। তবে জেলেদের খাদ্য সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বরাদ্দ চলে এসেছে দু/তিন দিনের মধ্যে তা জেলেদের হাতে তুলে দেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়