বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২জন গুলিবিদ্ধ
- Update Time : ১০:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১৬৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গুলিবিনিময়ে রাজ কুমার সরকার ও সুরান মন্ডল নামে ২জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বিকাল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের অধীর কুমার রায়ের সার ও কিটনাশক ব্যবসায়ী ছেলে অশোক রায় বলেন, দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা ৫জন লোক এসে ১লক্ষ ২০ হাজার টাকা চাঁদার দাবীতে তাকে মারধোর করে। পাশেই মাধব ঘোষ দাড়িয়ে ছিল। বিকাল ৩টার দিকে এলাকার লোকজন খবর পেয়ে সমাধিনগর বাজারে আসেন। আমার সাথে কথা বলার সময় মাধব ঘোষ ওখান দিয়ে যাচ্ছিল। তার কাছে শোনা মাত্র লোকজনের উপর হামলা চালায়। মাধব ঘোষ ও তাদের লোকের ছোড়া গুলিতে রাজকুমার সরকারের পায়ে ও সুরান মন্ডলের পেটে গুলিবিদ্ধ হয়। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণ বন্ধু চন্দ্র বিশ^াস বলেন, ২জন গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়