‘একুশে পদক’ পাচ্ছেন রাজবাড়ীর প্রয়াত যুবলীগ নেতা পনি’র বাবা এমপি আকতার উদ্দিন মিয়া
- Update Time : ১০:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এবার রাজনীতিতে “একুশে পদক” পাচ্ছেন , রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত আলী হোসেন পনি’র বাবা ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি প্রয়াত আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর)। আকতার উদ্দিন মিয়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ঘুনাপাড়ার বাসিন্দা।
জানাগেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সচিবলয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশের ১৯ জন বিশিষ্ঠ নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ প্রদানের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানানো হয়। সেখানে রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত আলী হোসেন পনি’র বাবা ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি প্রয়াত আকতার উদ্দিন মিয়ার নাম রয়েছে।
এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত আলী হোসেন পনি’র সহধর্মীনি জুন কক্স আবেগে আপ্লুত হয়ে বলেন, তারা পারিবারিক ভাবে অনেক খুশি। তার শ^শুর আকতার উদ্দিন মিয়া ১৯৮৪ সালের ২৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ ছিলেন। সেই সাথে একজন সৎ রাজনীতিবীদ ছিলেন। এমপি থাকাকালিন সংসদে সকল এমপিদের টিএ বিল জমা দেবার জন্য বলা হয়। তিনি মাত্র ৩৬ টাকার টিএ বিল জমা দেন। বিষয়টি তখন ব্যাপক আলোচনায় আসে। বিষয়টি জেনে বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন “সোনার বাংলা গড়তে হলে আকতারের মত লোকই দরকার”।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়