গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

- Update Time : ০৪:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বর পাড়ায় জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মজনু শেখের বাড়ির পাশে মাঠের মধ্যে এঘটনা ঘটে।
নিহত মজনু শেখ (৪৫) নাসির মাতুব্বর পাড়া গ্রামের আকবর শেখের ছেলে। এ ঘটনায় মজনু শেখের ছোট ভাই নজরুল শেখ গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
জানা যায়, প্রতিবেশি তারা দেওয়ানের তিন ছেলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল মজনু শেখের। বিরোধপূর্ণ জমিতে গত বৃহস্পতিবার সকালে মজনু শেখ ও তার ছোট ভাই নজরুল শেখ মুড়ি পেয়াজ লাগাতে যায়। এসময় তারা দেওয়ানের তিন ছেলে লতিফ দেওয়ান, মতি দেওয়ান, রকন দেওয়ানসহ তাদের ছেলেরা মিলে ছাবল কুদাল ও কুড়াল নিয়ে দুই ভায়ের উপর হামলা করে। চিৎকার শুনে মজনু শেখের বাবা আকবর শেখ এগিয়ে গেলে তার উপর হামলা করে। হামলায় মজনু ও নজরুল গুরুত্বর আহত। উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বৃহস্পতিবার দিবাগত রাতে মজনু মারা যায়। ঘটনার পর থেকে অভিযুক্তদের বাড়ীতে কেউ নেই।
গোয়ালন্দ ঘাট ওসি স্বপন কুমার মজুমদার জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়