রাজবাড়ীতে বীরমুক্তিযোদ্ধার আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, ফাঁকা গুলিতে রক্ষা !
- Update Time : ১০:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ২৯৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর জেলা পরিষদের সামনের মার্কেটে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বীরমুক্তিযোদ্ধার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় তিনি তার আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি করে রক্ষা পান। পরে তিনি অস্ত্রটি রাজবাড়ী সদর থানায় জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শ্রীপুর বীরমুক্তিযোদ্ধা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বলেন, রাজবাড়ী জেলা পরিষদের সামনে তার নিজস্ব বীরমুক্তিযোদ্ধা সুপার মার্কেট রয়েছে। ওই মার্কেটের ভাড়াটিয়া আলিফ বেশ কিছুদিন ভাড়া না দিয়ে ঘোড়াতে থাকেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার ভাড়া নিতে আসলে আলিফ ভাড়া না দিয়ে অকথ্য ভাষায় কথা বলে অস্ত্র কেড়ে নিতে উদ্যত হয়। তিনি পরিস্থিতি বেগতিক দেখে এক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অস্ত্রটি রাজবাড়ী সদর থানায় জমা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে ওই মার্কেটের ব্যবসায়ী আলিফকে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।
রাজবাড়ী সদর থানার এসআই আবু তালেব বলেন, থানায় এসে অস্ত্র জমা দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়