অপপ্রচারের দায়ে ইভতি সৌরভের বিরুদ্ধে রাজবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ
- Update Time : ০৯:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ রাজবাড়ী পৌর শাখার সাবেক সভাপতি ইফতি হক সৌরভের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন আওয়ামীলীগ নেতা এনায়াতুল হাসনাইন রওশন।
অভিযোগে বলা হয়েছে, ইফতি হক সৌরভ তার ফেসবুকে গত ৪ অক্টোবর বেলা ১২টার দিকে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, আপত্তিকর তথ্য প্রচার করে সুনাম ক্ষুন্ন করে আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধ করেছে। যে কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে এই অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ইফতি হক সৌরভের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়