পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, রাজবাড়ী থানায় মামলা
- Update Time : ১১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বাজারের পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে আপন ভাই ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের মৃত সরোয়ার হোসেনের ছেলে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে রাজবাড়ী থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন, আহত আনোয়ারের স্ত্রী সুমি বেগম।
গত বুধবার রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর এতিমখানার নিকট এ হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত মীর রহমত আলীর ছেলে মীর আব্দুর রাজ্জাক বলেন, আনোয়ার তার জামাতা। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে আনোয়ার হোসেনের সাথে তার আপন ভাই মোঃ বুলবুল হোসেনের বিরোধ রয়েছে। এ বিরোধে গত ১৭ নভেম্বর দুপুর ১টার দিকে রাজবাড়ী বাজারের মধ্যে সরোয়ার হার্ডওয়ারের সামনে মেয়ে সুমি বেগম, জামাতা আনোয়ার হোসেনকে বুলবুল হোসেন, জোসনা বেগম, বুলুয়ারা বেগম, শিউলী সুলতানা এলোপাথারী ভাবে মারধোর করেন। মারপিটে সুমি বেগমের বাম হাত মারাত্বক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে হাড় ফেটে যায়। এ নিয়ে গত ২০ নভেম্বর রাজবাড়ী ১নং আমলী আদালতে তিনি বাদী রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের মৃত সরোয়ার হোসেনের ছেলে মোঃ বুলবুল হোসেন, বুলবুল হোসেনের স্ত্রী জোসনা বেগম, সরোয়ার হোসেনের স্ত্রী বুলুয়ারা বেগম, এরশাদুল হক শুভ’র স্ত্রী শিউলী সুলতানা। মামলাটি রাজবাড়ী সদর থানার ওসিকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেছেন।
তিনি আরও বলেন, আনোয়ার হোসেন রাজবাড়ী বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে আমার বাড়ীতে যাওয়ার সময় বুধবার রাত ৯টার দিকে বিনোদপুর এতিমখানা এলাকায় পৌছালে বুলবুল হোসেনের নেতৃত্বে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তার কাছে থাকা ব্যবসায়ীক ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার আতœচিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত বুলবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়