রাজবাড়ীর আটদাপুনীয়ায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন কাজী কেরামত আলী
- Update Time : ০৬:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ৫১ Time View
সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
মরহুম কাজী হেদায়েত হোসেন ও মুরহুম আব্দুল লতিফ মিয়ার স্মরণে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সে সময় এমপি কন্যা ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত টুর্ণামেন্টে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ী ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম দুলাল, ইউপি চেয়ারম্যান শেফালী আক্তার, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু, এই টুর্ণামেন্টের পৃষ্ঠপোশক সমাজকর্মী আবুল কালাম আজাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস জানিয়েছেন, এ টুর্ণামেন্টে বিভিন্ন এলাকার ৮টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বালিয়াকান্দির সিফাত স্পটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে রাজবাড়ীর মেঘলা আকাশ স্পর্টিং ক্লাব বিজয়ী হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়