ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ: কালুখালীর শিক্ষক নিপুন নিহত, ছেলে আহত
- Update Time : ১০:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ২০৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় কাজী মুর্তজা হামীম নিপুন (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামো কাজী আবদুল মজিদের ছেলে। এসময় তার ছেলে কলেজ ছাত্র কাজী ইমন আহত হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে পাংশা হাইওয়ে থানার সামনে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে দুঘর্টনার শিকার হন।
স্থানীয়রা বলেন, সড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী মুূর্তজা হামীম নিপুন ও তার ছেলে রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র কাজী ইমন আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। ভোরে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ছেলে ইমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইমন জানায়, দুঘর্টনা ঘটার সময় যে ট্রাক ধাকা দিয়েছে সেই ট্রাক টার সামনের অংশ কালো পলিথিন দিয়ে মোড়ানো থাকার কারণে কিছু বুঝা যায়নি।
পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, ট্রাকের সাথে ধাক্কা লাগার বিষয়টি পাওয়া যায়নি। হয়তো কোন লাইট চোঁখে পড়ে এ দুঘর্টনা ঘটে। তবে দ্রুত উদ্ধার করে তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়