আপনি লটারীতে দেড় লক্ষ টাকা পেয়েছেন ! প্রতারকের মিষ্টি কথা

- Update Time : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ২৮৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আসসালামু আলাইকুম, আমি বাংলালিংক অফিস থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধি রিফাত মাহমুদ বলছি। বর্তমানে আমরা বাংলালিংক থেকে ফোন করেছি, এ নম্বরটি কি আপনি ব্যবহার করেন না আপনার পরিবারের অন্য কেউ ব্যবহার করেন। আপনি নম্বরটি ব্যবহার করে গত মাসে বা চলতি মাসে আমাদের অফিস থেকে ২শত বা ৩শত টাকার কোন বোনাস পেয়েছেন। আপনি যে নম্বরটি ব্যবহার করছেন বাংলালিংক ফোন কোম্পানীর ১২বছর নের্টওয়ার্ক সাভিস উদযাপনে ১লক্ষ ৬৫ হাজার টাকা পুরস্কার পাচ্ছেন। পুরস্কারটা পেতে যাচ্ছেন শুধুমাত্র কোম্পানীর নম্বর ব্যবহার করার জন্য। আপনি পুরস্কার পাবেন কখন, কোথায় পাবেন এ নম্বরে ফোন করুন। যদি ফোন করে তাহলে, আপনাকে অনেক ধন্যবাদ কল করার জন্য, আপনি যে পুরস্কার পাবেন মোবাইলে নগদ টাকা পাবেন ৬৫ হাজার টাকা, এরজন্য ৫শত টাকা পাঠান। টাকা দিলে আবারও বলি পুলিশ, ম্যাজিষ্ট্রেট, সিনিয়র জুনিয়র অফিসার যাবে আপনার বাসায় এক লাখ টাকা দিতে তার জন্য ৩ হাজার টাকা দিতে হবে। টাকা পাওয়ার পর মোবাইল নম্বরটি ব্লাক লিস্টে দেওয়া হয়। এ ভাবেই লটারীর প্রলোভন দেখিয়ে প্রতারনা করে আসছিল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিসা সোনাপুর গ্রামের সুজন শেখের ছেলে নাসির উদ্দীন (২৭)।
সোমবার বিকালে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। এসময় তার সহযোগি ফজর আলী (২০) মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে যায়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, একটি চক্র বাংলা লিংকের কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয়ে লটারীর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এ ধরণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তার এক সহযোগি পালিয়ে গেছে, তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়