রাজবাড়ীতে ১শত পিচ ইয়াবাসহ মসজিদের ইমাম গ্রেপ্তার
- Update Time : ০৬:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ২৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মোঃ মিরাজুল ইসলাম ওরফে সজীব শেখ (২৫) নামে একজন মাদক ব্যবসায়ী মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় তর কাছ থেকে ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সজীব শেখ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ইয়াকুব শেখের ছেলে এবং একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি কাজী বাড়ী মসজিদের ইমাম।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানার এসআই মোঃ কামরুজ্জামান সিকদার সঙ্গীয় ফোর্সসহ গত ১ জুলাই গভীর রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি কাজী বাড়ী মসজিদের রাস্তায় অভিযান পরিচালনা করেন। ওই সময় মাদক ব্যবসায়ী মোঃ মিরাজুল ইসলাম ওরফে সজীব শেখকে ১শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার সজিবকে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়