সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন
- Update Time : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৩০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনী সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা দত্তের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী উদিচী শিল্পী গোষ্টির সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্টীর অধিকার আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি অরুন কুমার সরকার,রাজবাড়ী ব্যাপিস্টের যাজক জেমস হালদার প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য শম্পা প্রামানিক।
বক্তারা বলেন, বেআইনী সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদেরকে কঠিন শাস্তি প্রদান করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়