পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
- Update Time : ০৯:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ২৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় স্কুল শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে দুটি ওয়ান সুটার গান ও দুটি ককটেল বোমা। এখন পর্যন্ত এ হত্যাকান্ডে জরিত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে পাংশা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
গ্রেপ্তারকৃতরা হলো, সজিব শিকদার (২০), রাসেল মন্ডল (২০), রমজান শেখ (৪০)। গ্রেপ্তারকৃত তিন জনের বাড়ী উপজেলার কলিমহর ও সরিষা ইউনিয়নে।
সংবাদ সম্মেলনে পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, গত ৩০ এপ্রিল রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন স্কুল শিক্ষক মিজানুর রহমান। পথে বলাই বিশ্বাসের বাড়ির সামনে ৮ থেকে ১০ জন থার গতিরোধ করে হালখাতার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তার কাছে টাকা না পেয়ে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমানকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে মামলা করে।
তারই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকান্ডে অংশনেয়া আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে জব্দ করা হয় দুইটি ওয়ানশুটার ও দুইটি ককটেল বোমা। হালখাতার টাকা ছিনতাইয়ের জন্যই এই হত্যাকান্ড বলছে পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়