রাজবাড়ীতে গত দুই সপ্তাহে পদ্মায় পানি বেড়েছে ১ শ সেন্টি মিটার, ফের চরাঞ্চল প্লাবিত
- Update Time : ১০:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ৫৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাজবাড়ীর পদ্মা নদীতে ফের পানি বাড়তে শুরু করেছে। গত দুই সপ্তাহে পদ্মায় ১ শ সেন্টি মিটার পানি বেড়েছে। এতে নদী তীরবর্তী নি¤œঞ্চল ও চরাঞ্চলের ফসলী জমি তলিয়ে নষ্ট হতে শুরু করছে। জেলার চারটি উপজেলা নদী তীরবর্তী হওয়ায় এসব অঞ্চলের ফসলী জমি,বিভিন্ন ধরনের শীতকালীন সবজি তলিয়ে নষ্ট হচ্ছে। জনবসতি এলাকার চারপাশে, বাড়ির আঙ্গিনা ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে, প্রতিবন্ধকতা তৈরী হয়েছে।
এতে এসব এলাকার জনসাধারন নৌকায় চলাচল করতে হচ্ছে। পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে তীব্র ¯্রােত দেখা দিয়েছে। তবে অসময়ে পানি বৃদ্ধির কারনে ব্যাপক ভাবে ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
বুধবার জেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ৬ সেন্টি মিটার পানি বেড়ে ৮.৩৪ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এখনও বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবাহিত না হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী তিন চার দিনের মধ্যে বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়