পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাংশায় এক জনের কারাদন্ড, বেকু জব্দ
- Update Time : ০৯:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ৩১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাজবাড়ীর পাংশায় এক জনের এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্তের নাম, শাহিনুর রহমান শাওন (২২)। শাওন কুষ্টিয়া সদর উপজেলার হাটোহরিপুরের শহিদুল ইসলাম।
জানাগেছে, সোমবার বিকালে পাংশার হাবাসপুর ইউনিয়নে বেড়ি বাঁধ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল। এ সময় শাহিনুর রহমান শাওনকে আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বিনানুমতিতে ভেকু দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
সেই সাথে আসামীর নিকট থেকে একটি ভেকু জব্দ করে পাংশা থানার হেফাজতে রাখা হয়। এ সময় পাংশার সহকারী পুলিশ সুপার এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়