পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত, কান্ত সভাপতি, স্বপন সম্পাদক
- Update Time : ১০:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ২৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন-২০২৩ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা শাখার সদস্যরা।
রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্তর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি জে,এল,ভৌমিক উপস্থিত থাকতে না পারায় মোবাইলে মাধ্যমে জেলা কাউন্সিলবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এ্যাড: সুশান্ত কুমার বসু। কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চ আসন গ্রহণ করার পর জেলার নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান।
এরপর জেলা কমিটির সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত স্বাগত বক্তব্য রাখেন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ও জেলা কমিটির কোষাধ্যক্ষের পক্ষে বিগত তিন বছরের জেলা কমিটির আয় ব্যয় এর হিসাব পাঠ করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সমীর কুমার দাস, অদ্যকার কাউন্সিলদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, নির্মল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ রায়, গোবিন্দ মন্ডল, সুব্রত দাস সাগর এবং রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ কুন্ডু। উপজেলা কমিটির পক্ষে রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, গোয়ালন্দ উপজেলার সভাপতি বিপ্লব ঘোষ, বালিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি রাম গোপাল চ্যাটার্জী, পাংশা উপজেলা কমিটির সভাপতি ভজ গোবিন্দ দে প্রমূখ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত কাউন্সিলদের বক্তব্য শুনে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা এবং বর্তমান কমিটির বিলুপ্ত করে, জেলা বিষয় নির্ধারণী কমিটির মতামতে রাজবাড়ী জেলার পূজা উদযাপন পরিষদের কার্যক্রমের প্রতি দৃঢ ভাবে আস্থা রেখে, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. চন্দ্র নাথ পোদ্দার। আগামী ২ বছরের জন্য জেলা কমিটির সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্তকে সভাপতি ও স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়