পাংশা থানা পুলিশের অভিযান : স্টেইনগান ও বোমাসহ ৪ দূর্বৃত্ত গ্রেপ্তার

- Update Time : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৫১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে একটি স্টেইনগান, একটি ধারালো ছোড়া, একটি ধারালো রামদা ও চারটি অবিস্ফোরিত ককটেল বোমাসহ চার জন দূর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার গভীর জেলার পাংশা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় সোমবার সকালে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সদস্যরা হাবাসপুর মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের সোহরাব মন্ডলের ছেলে মোঃ রুবেল হোসেন, একই এলাকার জিয়ারুল মন্ডলের ছেলে রাজিব মন্ডল, ফজলুল শেখের ছেলে খোকন শেখ ও আকবর মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম গ্রেপ্তার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে ১ টি স্টেইনগানের ন্যায় দেশীয় পাইপগান, ১ টি ধারালো ছোরা, ১ টি ধারালো রামদা ও ৪ টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়