গোয়ালন্দে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
- Update Time : ০৮:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, আ. হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের ক্রেষ্ট,ক্যাপ, ও উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়। পরে তাদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়