বালিয়াকান্দি থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার, পালিয়েছে মাদক ব্যবসায়ী আলামিন
- Update Time : ১১:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে। তবে মোটরসাইকেল মালিক ও মাদক ব্যবসায়ী আলামিন মোল্লা (৩০) পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান এর দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী মোঃ মনিরুজ্জামান খান এর নের্তৃত্ত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও সংগীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বারমল্লিকা গ্রামে অভিযান পরিচালনা করে পলাতক আসামী আলামিন মোল্লা(৩০), পিতা-আবুল মোল্লা এর বসতবাড়ী হইতে একটি কালো রঙের TVS APACHE RTR 150 মোটর সাইকেল, রেজি নং রাজবাড়ী ল-১১-৩২৬৯, ইঞ্জিন নং-C1M4092138, চেসিস নং MD624HC11E2K44227, মূল্য অনুমান ১,৫০,০০০ টাকা উদ্ধার করেন।
পলাতক আসামী আলামিন একজন পেশাদার মাদক বিক্রেতা এবং চোরাই মোটর সাইকেল কেনাবেচার সিন্ডিকেটের সাথে জড়িত বলে স্থানীয় লোকজন জানায়। এর আগে ২০২১ সালে উক্ত আসামী একটি চোরাই মোটর সাইকল সহ রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট ধরা পড়েছিল।
উক্ত আসামীর বিরূদ্ধে ১। (1WHAJ) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার জিডি নং-৩৯৫, তারিখ-১০ এপ্রিল, ২০২২; ২। (1GMCW) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-১৭/১১০, তারিখ-৩০ জুলাই, ২০২১; জি আর নং-১১০/২০২১, তারিখ-৩০ জুলাই, ২০২১; ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০; ৩। (14TNV) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-১১/১১৫, তারিখ-২১ আগস্ট, ২০১৯; জি আর নং-১১৫/১৯, তারিখ-২১ আগস্ট, ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৪। (25HMQ) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-৭, তারিখ-১৩ অক্টোবর, ২০১৫; জি আর নং-৮০, তারিখ-১৩ অক্টোবর, ২০১৫; ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড-১৮৬০; ৫। (7QPW) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-০৫, তারিখ-১৪ আগস্ট, ২০১১; জি আর নং-৮৬/১১, তারিখ-১৪ আগস্ট, ২০১১; ধারা-৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০; ৬। (2SG28) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-৬, তারিখ-১৩ জুন, ২০১৫; জি আর নং-৪২, তারিখ-১৩ জুন, ২০১৫; ধারা-৭/৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ৭। (1U71A) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার জিডি নং-৪৩, তারিখ- ০১ জানুয়ারি, ২০২২; ৮। (1FFFH) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৯/১৯৯, তারিখ-১১ জুন, ২০২১; জি আর নং-১৯৯, তারিখ-১১ জুন, ২০২১; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তৎসহ ৪১৩ পেনাল কোড-১৮৬০; মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়