রাজবাড়ীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
- Update Time : ০৬:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ১৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ফিতা কাটা এবং বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
এ সময় অতিথিরা মেলায় স্থানপ্রাপ্ত স্টোল পরিদর্শন করেন।
পড়ে জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অআইসিটি) আসাদুজ্জামান রিপন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আব্দুর রহমান প্রমূখ।
এ সময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজাউল সহ সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উদ্দ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, উদ্দ্যোক্তাদের অংশ গ্রহনে প্রায় ৮০টি স্টোল স্থান পেয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়