রাজবাড়ীর যুবলীগ নেতা আলী হোসেন পনি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

- Update Time : ০৭:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘আপন সম্পর্ক হয়না বিলীন, স্মৃতিতে তুমি রবে চিরদিন’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে যুব নেতা আলী হোসেন পনির স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় টুনামেন্টের বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা। এসময় বক্তব্য দেন তানিয়া আক্তার কংকন, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছায়া চক্রবর্তী। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব আলী হোসেন পনির স্ত্রী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনা সভায় সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, আলী হোসেন পনি একটা আদর্শের নাম। তিনি রাজনীতি করেছেন দেশের জন্য মানুষের জন্য। তিনি যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। চাওয়া পাওয়ার উর্ধে উঠে তিনি আওয়ামীগের জন্য কাজ করেছেন।
টুর্নামেন্টে বড়পুল স্পোর্টিং ক্লাব, বিএমসি বড়পুল, টিম ওয়েস্ট ইন্ডিস বড়পুল ও বড়পুল ওয়ারির্য়াস অংশ গ্রহণ করে। নকআউট পদ্ধতিতে খেলায় বড়পুল স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হাড়িয়ে বিজয়ী হয় বড়পুল ওয়ারির্য়াস।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১৮ আগস্ট লিভারসিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন আলী হোসেন পনি। তিনি রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া ৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে নেতৃত্ব দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়