বিআইডব্লিউটিএ’র তত্বাবধানে জৌকুরা-নাজিরগঞ্জ নৌরুটের উভয় প্রান্তে হচ্ছে ৪ ফেরি ঘাট

- Update Time : ১০:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বিআইডব্লিউটিএ’র তত্বাবধানে হচ্ছে রাজবাড়ীর জৌকুরা ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি ঘাট স্থাপনের কাজ। এই নৌরুটটি সম্পূর্ণ রুপে সচল হলে উত্তরাঞ্চলের ১৬টি জেলার বাসিন্দারা সংক্ষিপ্ত পথ হিসেবে পদ্মা সেতু ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারবেন। তবে ওই ফেরি ঘাট স্থাপনের কাজে সৃষ্ট জটিলতা দুর করতে, রাজবাড়ী ও পাবনা’র একাধিক সংসদ সদস্যসহ বিআইডব্লিউটিএ’র উদ্ধর্তন কর্মকর্তারা শুক্রবার বিকালে রাজবাড়ীতে মতবিনিময় সভা শেষে জৌকুরা ঘাট এলাকা পরিদর্শন করেছেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওই মতবিনিময় সভা। সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, পাবনা-২ আসনের এমপি আহম্মেদ ফিরোজ কবির,
বিআইডব্লিউটিএ’র তত্ববধায়ক প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আম্মেদ খান, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক (বন্দর) আরিফুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঘাট স্থপনের জন্য জমি অধিগ্রণের জটিলতা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে ওই সভা শেষে অতিথিরা সরেজমিনে জৌকুরা ঘাট এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য, ছোট দুইটি ফেরি দিয়ে রাজবাড়ী সড়ক বিভাগের তত্ববধানে বর্তমানে এই রুট পরিচালিত হচ্ছে। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ রুটটির আধুনিকায়নের পাশাপাশি উভয় প্রান্তে ২টি করে ঘাট স্থাপন করবে। যা স্থাপন করতে ইতো মধ্যেই তারা ড্রেজিং কার্যক্রম শুরু করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়