সুলতানপুরের ৩৫০ জন শীতার্তকে কম্বল দিলেন এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
- / ১২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৩ শত ৫০ জন শীতার্তকে কম্বল প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগতদের হাতে কম্বল তুলে দেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী।
সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুমি মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়