পান-সুপারির লোভ দেখিয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

- Update Time : ০৮:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ৪৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পান-সুপারি দেয়ার লোভ দেখিয়ে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার বৃদ্ধা রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেল (ওসিসি) তে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বুধবার সকালে ওই বৃদ্ধার ছেলে বাদি হয়ে জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের হাচেন প্রামানিকের ছেলে সাহেব আলী (৪০) কে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, গত ২৮ জুলাই বিকালে রাস্তা থেকে ওই বৃদ্ধাকে পান-সুপারি দেয়ার কথা বলে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে যায় সাহেব আলী। এরপর ওই লম্পট ঘরের দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং ধর্ষণের পর নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করে বাড়ীতে পাঠায় দেয়।
হাসপাতালে ভর্তি থাকা ওই বৃদ্ধা জানান, তিনি লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানান নি। ঘটনার দুই দিন পর তিনি শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। এরপর বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানান। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আসামি সাহেব আলী আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়