ইয়াবা ও হেরোইনসহ গোয়ালন্দের স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন গ্রেপ্তার
- Update Time : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ শাহীনকে (৩৪) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার (৭ মে) বেলা ১২টার দিকে সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।
এর আগে গত শনিবার (৬ মে) রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় তার ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ শাহীন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়া এলাকার মৃত আক্কাস শেখে ছেলে।
সংবাদ সম্মেলনের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া বাজার এলাকার ধৃত আসামী শেখ শাহীনের শয়নকক্ষের সোফার ফোমের নিচ থেকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করাসহ তাকে গ্রেপ্তার করা হয়। শেখ শাহীন দীর্ঘদিন যাবৎ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আসামীর বিরুদ্ধে পূর্বের অস্ত্র ও মাদক মামলাসহ মোট ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা বলেন, কেউ অন্যায় করলে তার দ্বায়ভার দল নিতে পারেনা। আমরা বিষয়টি শুনে খোজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তাই উর্দ্ধতন নেতাদের সাথে কথা বলে শেখ শাহীনকে স্থায়ীভাবে বহিস্কারের প্রক্রিয়া চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়