গোয়ালন্দে ফেন্সিডিলসহ সাতক্ষীরা ও যশোর জেলার দুই নারী-পুরুষ গ্রেপ্তার
- Update Time : ০৫:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৪৯ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৮২ বোতল ফেন্সিডিলসহ সাতক্ষীরা ও যশোর জেলার দুই নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে থানা পুলিশ শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দৌলতদিয়ার এগারো শরীফ দরবার এর প্রবেশ পথের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মুক্তা বেগম (২৩) নামে এক নারী ও কাশেম শেখ (৪০) নামে দুজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এসময় ঢাকাগামী সাতক্ষীরা লাইন পরিবহন নামক বাসটি ( যার নম্বর মেট্রো-ব ১৫-৭৫৪২) এসে পৌছালে চেকপোস্টে থাকা পুলিশ বাসটি তল্লাশি করে যাএীবেসে থাকা দুইজন নারী-পুরুষকে ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত এই দুই নারী-পুরুষ হলেন সাতক্ষীরা ও যশোর জেলার বাসিন্দা।
মুক্তা বেগম হলেন যশোর জেলার কোতয়ালি থানার ফতেপুর গ্রামের ওবায়দুল ইসলামের স্ত্রী আর কাশেম শেখ হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের
সোবহান শেখের ছেলে।
আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা হয় ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ রুজু করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়