রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

- Update Time : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“জেন্ডার সমতাই শক্তি:নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভ বনার দ্বার উন্মোচন” এই প্রতিপ্রাদ্য কে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানের লক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জনাব ইসতিয়াজ ইউনুসের সার্বিক তত্ত্বাবধানে সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন ,ডা. মোঃ শাহনেওয়াজ (এডিসিসি ও ডিস্টিক্ট কনসালটেন্ট,রাজবাড়ী), উম্মে তানিয়া ( উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাজবাড়ী সদর, রাজবাড়ী) , ডা: রনি চন্দ( মেডিকেল অফিসার ক্লিনিক), ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ, মেডিকেল অফিসার (এম সি এইচ-এফপি)। এছাড়াও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার পরিকল্পনা সহকারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশেষ এই ক্যাম্পের মূল উদ্দেশ্য জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিতকরণ।জন্মনিয়ন্ত্রণ এর জন্য দীর্ঘ মেয়াদি এবং স্থায়ী পদ্ধতির বিশেষ এই ক্যাম্পে ইমপ্ল্যানন, আই ইউ ডি, ভেসেকটমি, টিউবেকটমি সেবা দেয়া হয়। উল্লেখ্য, ৯ থেকে১১ জুলাই তিন দিনে রাজবাড়ী জেলার মোট ইমপ্ল্যানন গ্রহীতা ২০৫ জন, আই ইউ ডি গ্রহীতা ৬৩ জন, স্থায়ী পদ্ধতি গ্রহীতা ১৭ জন। এছাড়াও গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের কাউন্সেলিং সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেয়া হয়।
রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী কেয়া রানী প্রামানিক বলেন, “ছোট ও পরিকল্পিত পরিবার নিশ্চিত করতে সারাদেশে মাঠ পর্যায়ে কয়েক হাজার পরিবার কল্যাণ সহকারী কাজ করছি। আমাদের প্রধান লক্ষ্যই নিয়ন্ত্রিত জনসংখ্যা কারণ মা ও শিশুর সেবা নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার এর বিকল্প নেই।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়