জেলা পরিষদ নির্বাচন : রাজবাড়ী সদর উপজেলায় সদস্য পদ প্রার্থী হলেন আজম আলী মন্ডল
- Update Time : ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে ৫ জন চেয়ারম্যান, ৩২ জন সদস্য ও ৮ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। বৃহস্পতিবার বিকালে জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানাযায়।
এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সদস্য প্রার্থী হয়েছেন, আজম আলী মন্ডল। তার মনোনয়নপত্র জমদেয়ার সময় রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, মিজানপুরের চেয়ারম্যান টুকু মিজি, চন্দনীর চেয়ারম্যান আব্দুর রবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রার্থী আজম আলী মন্ডল বলেন, তিনি রাজবাড়ী সদর উপজেলার গণমানুষের উন্নয়নের উদ্দেশ্যে প্রার্থী হয়েছেন।
জানাগেছে, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। জেলার ৫ টি উপজেলা, ৩ টি পৌরসভা ও ৪২ টি ইউনিয়নের ৫৯৮ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র পত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়