পাংশায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Update Time : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভাএনায়েতপুর গ্রামের মনোয়ার সরদারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় পাংশা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন।
ওই গৃহবধুর নাম তাসলীমা খাতুন (২৩)। সে একই গ্রামের রিপন সরদারের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী রিপন সরদার পলাতক রয়েছে।
তসলিমার শাশুড়ি মনোয়ারা খাতুন বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাসলীমাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি। পরে মেঝ ছেলে মফিজ ও তার বউ কেউ বাড়িতে না থাকলেও ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখে সন্দেহ জাগে। দরজায় ধাক্কিয়ে ডাকা ডাকি করলেও ভেতর থেকে সাড়াশব্দ না পাওয়ায় আমার স্বামী প্রতিবেশি জামিন খাঁ-কে নিয়ে ঘরের পাশের রুম থেকে উপরে উঠে দেখেন তাসলিমা গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। সে সময় ওড়না খুলে তাকে নামানো হয়।
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে।
এরপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারণ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়