রাজা সূর্য্য কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রাজা সূর্য্য কুমার ইনস্টিটিউশনের বার্ষিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এ ক্রীড়া উৎসব।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
এতে রাজা সূর্য্য কুমার ইনস্টিটিউশনের সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, রাজবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমূখ।
এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সদস, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কাজী কেরামত আলী বলেন, পড়াশুনা করতে হলে আগে শিখতে হবে শৃঙ্খলা। এবং শিক্ষকদের কথা অনুযায়ী বিদ্যালয়ের সকল নিয়ম কানুন মেনে হবে। বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে ভূমিকা রেখেছেন। সে ধারাবাহিকতায় এ স্কুলেও ভবন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও উন্নয়ন হবে। সে জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, রেজাল্ট ভাল করতে প্রয়োজন হলে খন্ডকালীন শিক্ষক নিয়ে পাঠদান করাতে হবে। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ভাল ফলাফলের মাধ্যমে আবারও ঐহিত্য ফিরিয়ে আনতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়