ফেরি থেকে পদ্মায় যুবকের ঝাপ, উদ্ধারের পর জানা গেল সে ছিনতাইকারী
- Update Time : ০৮:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ৪৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়োলন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভাষা শহীদ বরকত নামের রোরো ফেরি থেকে ঝাপিয়ে পড়ে বাঁধন মোলা (৩০) নামে এক যুবক। সে বরগুনা জেলার তালতলি উপজেলার তালুকদার পাড়া গ্রামের মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে।
এ সময় দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা ইঞ্জিন চালিত একটি ট্রলার নিয়ে তাকে উদ্ধার করার পর জানা যায় সে পেশাদার ছিনতাইকারী। পরে তাকে দৌলতদিয়া নৌ-পুলিশে সোপর্দ করা হয়। শনিবার (০৫ আগষ্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
চান্দু মোল্লা জানান, তিনি নদী পাড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ সে সময় নদীতে এক ব্যাক্তি ভেসে যেতে দেখে একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই ব্যাক্তিকে উদ্ধার করে ট্রলারে তুলে পাড়ে নিয়ে আসেন। আর একটু পড়ে গেলে হয়তো তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না। কারণ সে ক্লান্ত হয়ে ডুবতে শুরু করেছিলো। নদীর পাড়ে আনার পর জানতে পারেন ওই ব্যাক্তি ছিনতাইকারী। পড়ে তাকে নৌ-পুলিশের হাতে তুলে দেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল কবির জানান, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রোরো ফেরি বরকত থেকে ৫ নম্বর ঘাট এলাকায় ওই যুবক নদীতে ঝাপিয়ে পরে। এ সময় স্থানীয় এক মাছ ব্যাবসায়ী ট্রলার নিয়ে তাকে উদ্ধার করে তাদের কাছে সোপর্দ করে। এখন সে তাদের হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ফেরিতে ওই যুবক ছিনতাই করতে গিয়ে জনগণের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়েছে। তারপরও অধিকতর তদন্ত করে বিষয়টি নিশ্চিত হতে তারা কাজ করছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়