ফরিদপুর থেকে ৩৪৬ বোতল ফেনসিডিল সহ কালুখালীর হৃদয় গ্রেপ্তার

- Update Time : ১১:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুর থেকে র্যাব-৮ সদস্যরা থেকে ৩৪৬ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেলসহ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ীর মোঃ হৃদয় মন্ডল (২১) নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে। হৃদয়ের বাবার নাম মোঃ সালাম মন্ডল।
জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যা রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ফরিদপুর জেলা সদরের আব্দুল মান্নান মোল্লা দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। সে সময় ওই স্থানে মোটরসাইকেল নিয়ে যাবার সময় হৃদয়কে তল্লাশী করা হয়। ওই সময় তার কাছ থেকে ৩৪৬ বোতল ফেনসিডিল, মাদক দ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি সীমকাডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করে।
সে সালথা থেকে ফেনসিডিলের চালান এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।
এ ঘটনায় ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়