রাজবাড়ীর ইটভাটা গুলোতে পুড়ছে কাঠ, ৪ ভাটা মালিককে জরিমানা
- Update Time : ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৬৭ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে চারটি ইটভাটা মালিককে জরিমানা করেছে।
সোমবার (৫ ডিসেম্বর) রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু কায়সার খানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে সদর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে ইট পোড়ানোর ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে ডিএসবি ব্রিকস ও এফএবি ব্রিকস নামের দু’টি ইটভাটার মালিককে পৃথক দু’টি মামলায় ১ লক্ষ ২০ বিশ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবরাজ চৌধুরী। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের একদল চৌকস সদস্য। এরআগে রবিবার (৪ ডিসেম্বর) বালিয়াকান্দিতে দু’টি ইটভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়