রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসায় ছাত্রীদের সাথে টিকটকের অভিযোগ
- Update Time : ১১:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ২০৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে ছবি দিয়ে টিকটক তৈরীর অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার বেলা ২টার দিকে শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ইসমাইল শেখ রাসেল বলেন, মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় কিছু বহিরাগত ও মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল। হাসান নামে এক যুবক শিক্ষার্থীদের দিয়ে টিকটক ভিডিও তৈরী করে। এ নিয়ে তার সাথে কথাকাটাকাটি হলে সে ফোন করে ২টি অটো ভর্তি লোক এনে উত্তেজনা সৃষ্টি করে। এলাকাবাসীর সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ ফোন করলে থানা পুলিশ আসলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করা হবে।
এ বিষয়ে শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শিরিনা আক্তার বলেন, বিষয়টি শুনেছি, তবে কিছু দেখিনি। অভিভাবকরা আমাকে অবহিত করেছেন।
রাজবাড়ী সদর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলেই যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়