গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

- Update Time : ১১:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়ের স্বাক্ষরিত প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির পত্র প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়ালন্দ উপজেলার আওতাধীন দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ঠান্ডু ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন লিমনের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ব্যাপারে সভাপতি ও সাধারণ সম্পাদককে বারবার কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়।কিন্তু তাদের কাছ থেকে কোন জবাব পাওয়া যায়নি। তাই তাদের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হল। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন পদ প্রত্যাশীদের উপজেলা ছাত্রলীগ বরাবর জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হলো।
এ ব্যাপারে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জোবায়ের হোসেন লিমন বলেন, মেয়াদ থাকা অবস্থাতেও অগঠনতান্ত্রিকভাবে আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। উপজেলা ছাত্রলীগের কারন দর্শানোর নোটিশ পেয়ে আমি লিখিত জবাব দিয়েছিলাম।কিন্তু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই লিখিত জবাব গ্রহন করেননি।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় বলেন, গঠনতন্ত্র মেনেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।সেইসাথে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুনভাবে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়