বালিয়াকান্দিতে মানবিক দৃষ্টান্ত, রোগীকে রক্ত দিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

- Update Time : ০৯:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর জন্য হঠাৎ করে রক্তের প্রয়োজন দেখা দিলে, রক্তদাতার অভাবে সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে নিজেই রক্তদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার, যখন জরুরি ভিত্তিতে রোগীর রক্তের প্রয়োজন ছিলো, কিন্তু আশেপাশে তাৎক্ষণিকভাবে কোনো রক্তদাতা পাওয়া যাচ্ছিল না। তখন ডা. ফারুক হোসেন নিজেই এগিয়ে এসে রক্ত দিয়ে রোগীর জীবন রক্ষায় ভূমিকা রাখেন।
এ প্রসঙ্গে স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, “মানবসেবাই আমাদের মূল দায়িত্ব। আমি মনে করি, যেকোনো মানুষের সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
ডা. ফারুক হোসেনের এই মানবিক উদ্যোগে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই কাজে উৎসাহিত হন।
এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যখাতে মানবিক মূল্যবোধ ও দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়