দৌলতদিয়া ঘাটে ঘরমূখী যাত্রীর ভীর, তবে নেই ভোগান্তি
- Update Time : ০৬:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঘরমুখো এ সকল মানুষের পদচারণায় মুখোরিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট। তবে নেই অতীতের মতো কোনো ভোগান্তি।
এরইমধ্যে বেশির ভাগ কোরবানির পশুবাহী ট্রাক ভোগান্তি ছাড়া দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছে গেছে। তাদেরও ছিল না কোনো ভোগান্তির অভিযোগ।
বুধবার সকালে সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরিতে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যক মোটরসাইকেল পারাপার হচ্ছে। লঞ্চগুলোও পাটুরিয়া ঘাট হতে যাত্রী বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আসছে। তবে যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন। ঘাটে যাত্রীদের ভিড়ের সাথে সাথে মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, ঈদের ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়