রাজবাড়ীতে সুগন্ধি ধানের আবাদ বেড়েছে দ্বিগুন, ফলনও ভালো

- Update Time : ০৬:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১৬৭ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
সাধারন ধানের চাইতে বাজার দর দ্বিগুনেরও বেশি হওয়ায় রাজবাড়ীতে এবছর সুগন্ধি আমান ধানের আবাদ বেড়েছে দ্বিগুন। বাম্পার ফলন ও বাজারে এ ধানের চাহিদা বেশি থাকায় লাভও বেশি পাচ্ছেন সুগন্ধি ধান চাষিরা।মুখোরোচক খাবার তৈরীতে সুগন্ধি এ ধানের কোন বিকল্প নেই। সিত্রাংয়ে কিছুটা ক্ষতি হলেও ফলন ও বাজার দর বেশির সাথে রবি মৌসুমে ফসলের প্রনোদনা প্রদান করোয় ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে জানান তারা।
কৃষি নির্ভর রাজবাড়ী জেলার সদর উপজেলা, বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ ও কালুখালী এ পাঁচটি উপজেলাতে ধান চাষ হয়ে থাকে সবচেয়ে বেশি।এবছর এ অঞ্চল গুলোতে সুগন্ধি আমন ধানের চাষ বেশি হয়েছে।গত বছরের চাইতে দ্বিগুন সগন্ধি ধানের আবাদ হয়েছে এ জেলায়। এর মধ্যে কালোজিরা, বাদশাভোগ, চিনি আতপ ব্রি-৩৪ ও ব্রি-৭৫,এ পাঁচ জাতের সগন্ধি ধানের আবাদ বেশি হয়েছে। গতবছরের চাইতে এবছর লক্ষমাত্রা ছাড়িয়ে ৪ হাজার ৪শ ১১ হেক্টর সুগন্ধি ধানের আবাদ বেশি হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৫ হাজার ৭ শ ৪৪ হেক্টর।চলতি বছর দ্বিগুন বৃদ্ধি পেয়ে আবাদ হয়েছে ১০ হাজার ১৭৫ হেক্টর।সুগন্ধি জাতেরএ ধান গুলো সাধারনত অন্যান্য ধানের চাইতে বাজার দর দ্বিগুনেরও বেশি থাকে এ কারনে এই ধানের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সাধারনত পোলাও, বিরিয়ানী,পায়েশ,জর্দ্দা ও বিভিন্ন ধরনের পিঠা জাতীয় মুখোরোচক খাবার তৈরীতে সুগন্ধি এ চালের কোন বিকল্প নেই।তবে সুগন্ধি জাতের ধানের পাশাপাশি আমন ধানের বিভিন্ন জাতের ধানের আবাদও বেশি হয়েছে।গত বছরের চাইতে এবছর ২ হাজার হেক্টর ধানের আবাদ বৃদ্ধি পেয়ে ৫২ হাজার হেক্টর আমন আবাদ হয়েছে।এবছর ধানের বাজার দর ও ফলনের কারনে সিত্রাংয়ে ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে পারবেন বলে জানান চাষিরা।
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের সুগন্ধি ধান চাষি আবুল কালাম জানান, তিনি এবছর এক বিঘা জমিতে সুগন্ধি জাতের কালোজিরা ও চিনি আতপ ধানের আবাদ করেছেন।সাধারন আমন ধানের আবাদের চাইতে খরচ কম ও দাম বেশি হওয়ায় তিনি এর আবাদ গত বছরের চাইতে বেশি করেছেন। তার মত আরো কৃষক, ওয়াজ কুরুনি,বাচ্চু তালুকদার,ও হোসন আলী সহ অন্যান্য কৃষকেরউ এ ধানের আবাদ করেছেন।সাধারন আমন ধানের চাইতে সুগন্ধি ধান ও চালের বাজার দর দ্বিগুনেরও বেশি হয়ে থাকে।এ ধানের আবাদে খরও কম ,তাই এ জাতের ধান চাষে তাদের লাভও হয় বেশি।এ কারনে দিন দিন এ ধানের আবাদ বেশি করছেন বলে জানান তারা।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেক-তিনি বলেন,রাজবাড়ীতে এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। কালোজিরা, বাদশাভোগ, চিনি আতব,সুগন্ধি ধানের পাশাপাশি ব্রি-৩৪ ও ব্রি-৭৫ জাতের এসব নতুন সুগন্ধি জাতের আমন ধানের ফলন বেশি ও বাজার দর বেশি হওয়ায় কৃষকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে।তবে সিত্রাংয়ের কারনে ধানের কিছুটা ক্ষতি হলেও বাজার দর ভালো থাকায় তা কাটিয়ে উঠতে পারবেন তবে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সদর উপজেলায় ১৩ হাজারেরও বেশি কৃষকের মাছে রবি ফনলের বীজ ও সার বিতরন করা হয়েছে বলে জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়