রাজবাড়ী শহরের শ্রীপুর স্কুলের সামনে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা
- Update Time : ০৯:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং তিন রাস্তার মোড় রাজবাড়ী শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারাতœক ওই সড়ক দূর্ঘটনায় ওই দুই মোটরসাইকেলের ৩ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এখনে মাঝে মধ্যেই মারাতœক সড়ক দূর্ঘটনা ঘটে। অথচ বিদ্যালয় খোলা থাকাকালি শত শত শিক্ষার্থী এই সড়ক পারাপার হয়। যে কোন সময় এমন দূর্ঘটনার স্বীকার হতে পারে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হকও সড়ক দূর্ঘটনার স্বীকার হয়েছেন। যে কারণে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা সেখানে স্প্রিড ব্রেকার স্থাপনের জন্য রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার অনুরোধ করেছে। তবে কাজের কাজ হয়নি কিছুই। স্প্রিড ব্রেকারের অভাবে সেখানে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়