রাজবাড়ীতে নৌবাহিনী কর্মকর্তা সজিব নিহতের ঘটনায় মাইক্রোবাস চালক জাহিদ গ্রেপ্তার
- Update Time : ১০:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ৩২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চাঞ্চল্যকর বেপরোয়াগতিতে মাইক্রোবাসের চাপায় নৌবাহিনী কর্মকর্তা (পেটিঅফিসার) সজিব মোল্লা (২৪)-এর ক্লুলেস হত্যা মামলার পলাতক ঘাতক ড্রাইভার মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ (৪৮) কে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করেছে। জাহিদ ফরিদপুর কোতয়ালীর রাঘুয়াপাড়া বাখুন্ডার আলাউদ্দিন মোল্লার ছেলে।
জানাগেছে, র্যাব-৮, বরিশালের দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৯ জুন ২৩ তারিখ ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানাধীন কল্যানপুর ধানের চাতল এলাকায় ফরিদপুরের দিক হতে আগত মাইক্রোবাস ড্রাইভার বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ২ জন আরোহীর মধ্যে নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরোহী আহত হওয়ায়। তাকে রাজবাড়ীর সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য, নিহত নৌবাহানী কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীতে পেটি অফিসার পদে সম্প্রীতি চাকরি পেয়েছে। সে ট্রেনিং শেষ করে ঈদ ছুটি উদযাপন করার জন্য বাড়ীতে এসেছিল। এই দূর্ঘটনাটি জাতীয় ও স্থানীয়ভাবে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি পরবর্তীতে আরো দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখ্য, দূর্ঘটনাটি ঘটার পর থেকেই সংশ্লিষ্ট মাইক্রোবাস ড্রাইভার পালিয়ে যায় এবং আত্মগোপন করে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র্যাব ক্যাম্প উক্ত মাইক্রোবাস ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মাইক্রোবাস ড্রাইভার নিজেকে আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র্যাব-০৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে শুক্রবার বিকাল ৩টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাস ড্রাইভার মোঃ জাকির হোসেন ওরফে জাহিদকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে উপরোক্ত মামলার অজ্ঞাতপলাতক আসামী। পরবর্তীতে ধৃত আসামীকে রাজবাড়ী জেলার আহ্লাদীপুর হাইওয়ে থানায়হস্তান্তর করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়