রাজবাড়ীতে সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

- Update Time : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ৪২৭ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বানিবহে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফ কাজীর বিদ্ধে। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাত পৌনে ২টার দিকে বানিবহের বার্থায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
জানাগেছে, ১২ বছর আগে বিউটির সাথে আব্দুল লতিফ কাজীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ১১ বছর বয়সী একটি মেয়ে ও ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কয়েকবছর ধরে তাদের প্রায়ই ঝগড়া বিবাদ হয়ে আসছিলো। হঠাৎ আজ মধ্যরাতে তাদের বড় সন্তান মীমের সামনে এলোপাথারী ভাবে কুপিয়ে তার মা বিউটিকে হত্যা করে পালিয়ে যায় লতিফ কাজী। স্থানীয় ও পুলিশের ধারনা করছেন পারিবারিক কলোহের কারণে এ ঘটনা ঘটেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক লতিফ কাজীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়