চাকরি নীতিমালা, প্রেস্ক্রিপশন সার্ভে বাতিলসহ চারদফা দাবিতে রাজবাড়ীতে ফারিয়ার প্রতিবাদ সভা
- Update Time : ১১:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চাকরি নীতিমালা বাস্তবায়ন, প্রেস্ক্রিপশন সার্ভে বাতিল, টিএডিএ প্রদান ও বেতন বৃদ্ধির এই চারদফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশন (ফারিয়া)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন ফারিয়া রাজবাড়ী শাখার সভাপতি সৈয়দ আলী ইকবাল মিঠু, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সোহানুর রহমান।
এসময় বক্তারা বলেন, আমাদের চাকরির কোন নীতিমালা নেই। ইচ্ছামত যখন তখন ছাটাই করা হয়। এজন্য আমাদের চাকরি নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রতিষ্ঠান আমাদের দিয়ে প্রেস্ক্রিপশন সার্ভে করতে বাধ্য করায়। এজন্য প্রেস্ক্রিপশনের ছবি তুলতে গেলে নানা ভাবে আমাদের লাঞ্চিত হতে হয়। এই সার্ভে বাতিল করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়