ভারতের মেদিনীপুর থেকে রাজবাড়ীতে ফিরলো ওরস স্পেশাল ট্রেন, উৎসুক মানুষের ঢল
- Update Time : ১০:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১২২তম ওরস শরীফ শেষ করে রাজবাড়ীতে ফিরেছে ওরস স্পেশাল ট্রেন।
রোববার (১৯ ফেব্রুয়ারী) রাত ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী-মেদিনীপুর ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ায়।
এরআগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাত সোয়া ১০টার দিকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সহোগিতায় ২৪টি (কোচ) বগিতে ২ হাজার ১৮২ জন ওরস যাত্রী নিয়ে রাজবাড়ীর রেলওয়ে স্টেশন থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
এদিকে ফিরে আসা ওরস স্পেশাল ট্রেনটি দেখতে সন্ধ্যার পর পথে স্টেশনে ভির করতে শুরু করেন যাত্রীদের স্বজন ও উৎসুক জনগণ।
এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
জানাগেছে, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ (সা.) এর ৩২তম ও বড় পীর গাউস-উল-আযম হযরত আব্দুল কাদের জিলানী (আ.) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর ১২২তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ উপলক্ষে (শুক্রবার ১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে রাজবাড়ী থেকে ২৪টি বগিতে ১ হাজার ২৬৬ জন পুরুষ, ৮৪১ জন মহিলা, ৭৫ জন শিশুসহ মোট ২ হাজার ১৫২ জন ওরস যাত্রী স্পেশাল ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যাত্রা করে। রাজবাড়ী, ফরিদপুর, পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওরস যাত্রীরা মেদিনীপুরে যান।
আরও জানাগেছে, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরস স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। যার বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। করোনা অতিমারির কারণে ২০২১ ও ২০২২ সালে দুই বছর বন্ধের পর ১২২তম ওরস শরীফে এবার যায় ট্রেনটি। মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদে নানা আনুষ্ঠানিকতা হয়েছে।
ওরস ফেরত যাত্রীরা বলেন, তাদের অনেকে এবার দিয়ে বহু বার মেদিনীপুরের ওরসে গিয়েছেন। এবার সবাই ভাল মতো গেছেন। এবং ওরস শেষ করে আবার ভাল মতো ফিরে এসেছেন। ওই খানে হুজুরের কবর জিয়ারত সহ তারা সবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুস্থ্য রাখলে ভবিষৎতে আবারও যাবেন।
রাজবাড়ীর স্টেশন মাস্টার তন্ময় কুমার বলেন, রাত ৭টা ২০ মিনিটে ওরস স্পেশাল ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে পৌছেছে। যাত্রী নামা শেষ হলে রেলওয়ের সকল নিয়ম কানুন শেষ করলে ট্রেনটি ছেড়ে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়