রাজবাড়ীতে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- Update Time : ০৮:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১০৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অন্য জেলা থেকে রাজবাড়ীর একটি সরকারী কলেজে অনার্স শেষ বর্ষে পড়াশোনা করারত কলেজ ছাত্রী (২৬) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে ছাত্রী বাদী হয়ে শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রাজবাড়ী জেলা শহরের নুরপুর গ্রামের টিটুর ছেলে মোঃ আতাই এ মওলা অন্তর (১৯) কে আসামি করা হয়েছে।
ওই ছাত্রী জানায়, কলেজে পড়াশোনা করার পাশাপাশি ছয় মাস পূর্বে তিনি ও অন্তর সদর উপজেলার আলাদীপুরের টিটিসি’তে কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি হন। সেখানে অন্তর তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার অংশ হিসেবে তারা জেলা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সেই সাথে চলতি বছরের ৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তর তার নিজ বাড়ীর শয়ন কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং একই মাসের ২০ ফেব্রুয়ারী ফরিদপুরের আবতাব ডায়গনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালের ভিতরে নিয়েও জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনারপর তাকে বিয়ে করার জন্য বললে সে তালবাহানা শুরু করে।
এদিকে, গত বুধবার দুপুরে বিয়ের দাবীতে ওই ছাত্রী প্রেমিক অন্তরের বাড়ীতে গিয়ে ওঠেন। ওই দিন রাতে অন্তরের মা আফসানা মিমি মেয়েটিকে রাজবাড়ী থানায় নিয়ে আসে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই ফারুক হোসেন বলেন, রাজবাড়ী হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। সেই সাথে আসামি অন্তরকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়